‘জলছবি’ থেকে ‘শঙ্খচিল’: ৪৭ বছরের সিনেমা জীবন
রুপালি পর্দার নবাব, কিংবদন্তি অভিনয়শিল্পী প্রবীর মিত্র। গত বছর ৫ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। আজ এই বরেণ্য অভিনেতার প্রথম প্রয়াণদিন।
খ্যাতিমান এই অভিনেতা প্রায় ৪০০ সিনেমায় অভিনয় করেছেন। ১৯৬৯ সালে এইচ আকবর নির্মিত 'জলছবি' সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার।
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত 'শঙ্খচিল' সিনেমাটি তার অভিনীত শেষ সিনেমা। এই সিনেমাটি পরিচালনা করেছিলেন ভারতের প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ।
'শঙ্খচিল' মুক্তির পর অসুস্থ হয়ে পড়েন প্রবীর মিত্র। মৃত্যুর আগে প্রায় ৪৭ বছর তিনি সিনেমার সঙ্গে কাটিয়েছেন।
প্রবীর মিত্র দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। অসুস্থ অবস্থায় দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'অভিনয়টাই তো করেছি সারাজীবন। সুস্থ হলে আবারও সিনেমায় কাজ করতাম। কষ্ট একটাই, অভিনয় করতে পারছি না।'
ঋত্বিক ঘটক নির্মিত 'তিতাস একটি নদীর নাম' সিনেমায় অভিনয় করাটা প্রবীর মিত্রর অভিনয় জীবনে মাইলফলক হয়ে আছে। এই সিনেমাটি তাকে দিয়েছে অন্যরকম খ্যাতি।
এ ছাড়াও প্রবীর মিত্র অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো 'জীবন তৃষ্ণা', 'সেয়ানা', 'জালিয়াত', 'ফরিয়াদ', 'রক্ত শপথ', 'চরিত্রহীন', 'জয় পরাজয়', 'অঙ্গার', 'মিন্টু আমার নাম', 'ফকির মজনু শাহ', 'মধুমিতা', 'অশান্ত ঢেউ', 'অলংকার', 'অনুরাগ', 'প্রতিজ্ঞা' ইত্যাদি।
গুণী অভিনেতা প্রবীর মিত্র ১৯৪০ সালের ১৮ আগস্ট চাঁদপুরে জন্মগ্রহণ করেন।