নতুন সিনেমার খবর দিলেন সালমান, আসবে আগামী বছর ঈদে

By স্টার অনলাইন রিপোর্ট

ঈদ মানেই বলিউড সুপারস্টার সালমান খানের সিনেমা। গত এক দশক ধরে এমনই চলে আসছে। 

আজ মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামের একটি পোস্টে ২০২৫ সালের ঈদের সিনেমার ঘোষণা দিয়েছেন সালমান খান। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

পোস্টে সালমান তার নিজের ছবির সঙ্গে দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদোস এবং সাজিদ নাদিয়াদওয়ালার ছবি কোলাজ করে দিয়ে পরবর্তী সিনেমার ধারণা দিয়েছেন।

তিনি লিখেছেন, 'অসাধারণ প্রতিভাবান পরিচালক এ আর মুরুগাদোস এবং আমার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে একটি খুব রোমাঞ্চকর সিনেমা নির্মাণের কাজে যোগ দিতে পেরে আনন্দিত! এটা আমার জন্য স্পেশাল এবং আমি আপনাদের ভালবাসা ও আশীর্বাদে এই যাত্রা শুরুর অপেক্ষা করছি। ২০২৫ এর ঈদে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।'

জানা গেছে, অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটির শুটিং হবে ভারত, পর্তুগাল ও ইউরোপীয় দেশগুলোতে। সিনেমাটি নির্মাণে প্রায় ৪০০ কোটি রুপি ব্যয় হবে।