বিরতি শেষে তারিন
তারিন। ছবি: স্টার
টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। সম্প্রতি অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন তিনি। বিরতিতে যুক্তরাষ্ট্রে ঘুর বেড়িয়েছেন তারিন। সেখান থেকে ফিরেই আবার অভিনয় শুরু করেছেন।
তারিন জাহান। ছবি: সংগৃহীত
বেসরকারি টিভি চ্যানেল গ্লোবাল টিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নির্দোষ। এই ধারাবাহিকের অভিনয় করছেন তিনি। দেশে ফিরে নির্দোষের শুটিং করেছেন তারিন।
তারিন বলেন, 'এই নাটকের গল্পটা সুন্দর। চরিত্রটিও ভালো।'
তারিন। ছবি: স্টার
নির্দোষ নাটকটি পরিচালনা করছেন মুহাম্মদ মিফতাহ আনান। এছাড়া, তারিন অভিনীত নতুন সিনেমা ১৯৭১ সেইসব দিন মুক্তির অপেক্ষায় আছে। সিনেমাটি পরিচালনা করেছেন হৃদি হক।