প্রথম সিনেমার জন্য ৬ মাসের প্রস্তুতি নিয়েছি: আফরান নিশো

By স্টার অনলাইন রিপোর্ট

অবশেষে প্রথম সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন আফরান নিশো। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ ফেব্রুয়ারি সিনেমাটির শুটিং শুরু হচ্ছে।

আফরান নিশো বলেন, 'এই সিনেমার জন্য ৬ মাসের প্রস্তুতি নিতে হয়েছে। সিনেমার গল্প, মনের মতো চরিত্র পেয়েছি বলেই নিজেকে প্রস্তুত করেছি। আমরা এখন রিহার্সাল করছি, লুক সেট হচ্ছে। এমন লুকে আমাকে আগে দেখা যায়নি। এখন শুধু শুটিংয়ের অপেক্ষায় আছি।'

সিলেট, ঢাকা মিলিয়ে সিনেমাটির শুটিং হবে বলে জানা গেছে। প্রথম ধাপে সিলেটে শুটিং হবে। রায়হান রাফি পরিচালিত সিনেমাটিতে নিশোর বিপরীতে আছেন তমা মির্জা।

গল্পে নিশোকে দেখা যাবে সুড়ঙ্গ খননকারী একজন শ্রমিক হিসেবে।