আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা, উৎপত্তিস্থল নরসিংদী

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল সোয়া ৬টার দিকে এ কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানায়, সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে হওয়া ৪ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নরসিংদীর শিবপুরে।

গত ২১ নভেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মাঝারি মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থলও ছিল নরসিংদী। সেদিন সকালের ভূমিকম্পে ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জে মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এরপর থেকে বেশ কয়েকবার দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। 

তিনটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। এ কারণে দেশটি বড় ধরনের ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন।

সম্প্রতি অল্প কয়েকদিনের ব্যবধানে দেশে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে প্রস্তুতি, জনসচেতনতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা দরকার।