সামিটের সঙ্গে দ্বিতীয় এফএসআরইউ চুক্তি বাতিল করল সরকার

By স্টার অনলাইন রিপোর্ট

সামিট গ্রুপের সঙ্গে দ্বিতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) সংক্রান্ত চুক্তি বাতিল করেছে সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে চুক্তিটি বাতিল করা হয়েছে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সামিট গ্রুপ জানিয়েছে, তারা চুক্তি বাতিলের কাগজ পেয়েছে।

তারা লিখিত বক্তব্যে জানায়, 'এটি অযৌক্তিক এবং পর্যালোচনার জন্য আপিল করা হবে।'

'বাংলাদেশে দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে দীর্ঘ মেয়াদি অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের প্রমাণ রয়েছে এই গ্রুপের৷'

গত ৩০ মার্চ পেট্রোবাংলা ও সামিট গ্রুপ বাংলাদেশে তৃতীয় এফএসআরইউ নির্মাণে চুক্তি সই করে।

টার্মিনাল নির্মাণের পাশাপাশি তারা ২০২৬ সালের শেষে নিজেরা বছরে দেড় মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করার চুক্তিও করেছে।