এলাকায় ছড়িয়ে পড়েছে তেল, ‘দীর্ঘদিন ধরে চুরি হচ্ছিল’ বিপিসির পাইপলাইন কেটে
চট্টগ্রামের মিরসরাই হাদিরফকির হাট এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন কেটে তেল চুরি করেছে একটি চক্র।
আজ বৃহস্পতিবার পাইপ ফেটে তেল আশপাশে ছড়িয়ে পড়ার পর সেটি খতিয়ে দেখতে পুলিশসহ একাধিক সংস্থা কাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল থেকে হঠাৎ মাটির নিচে অবস্থিত পাইপলাইন থেকে অনবরত তেল বেরিয়ে আশপাশে ছড়িয়ে পড়ায় ঘটনাটি জানাজানি হয়।
পাইপলাইনের পাশে অস্থায়ী ঘর তৈরি করে একটি চক্র দীর্ঘদিন ধরে তেল চুরি করতো বলে ধারণা করছে পুলিশ ও বিপিসি কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে তেল চুরি করে আসলেও এতদিন লোকচক্ষুরে আড়ালে থাকে এই ঘটনা।
ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিপিসির কর্মকর্তাদের পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ ও বিভিন্ন সরকারি সংস্থার লোকজন এসেছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পাইপ মেরামত করে তেল বের হওয়া বন্ধ করতে পেরেছেন।'
তিনি বলেন, 'পাইপ ফেটে আশপাশের এলাকায় ছড়িয়ে না পরলে এ ঘটনা নজরে আসতো না। ইতোমধ্যে অস্থায়ী ঘরটির মালিক ও ভাড়া নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।'
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, 'জায়গার মালিক নূরজাহানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হয়েছে। বিপিসি থেকে এখনো এজাহার দাখিল করেনি। তবে আমরা এ ঘটনার মূল হোতাদের ধরার জন্য অভিযান চালাচ্ছি।'

