ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩৮৬

By স্টার অনলাইন রিপোর্ট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশ একজন মারা গেছেন। একইসময়ে নতুন করে ৩৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর এ হালনাগাদ তথ্য জানিয়েছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৩ জন মারা গেছেন এবং মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ২৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

চিকিৎসাধীন ৯০৭ রোগী ঢাকার বাইরের।