ধাওয়ার পর এবার রুশ তেলবাহী জাহাজটি আটক করল যুক্তরাষ্ট্র
উত্তর আটলান্টিক মহাসাগরে এক সপ্তাহ ধরে ধাওয়া দেওয়ার পর এবার রাশিয়ান তেলবাহী জাহাজ 'ম্যারিনেরা'কে আটক করে মার্কিন সেনাবাহিনী।
মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড আজ বুধবার রুশ জাহাজটিকে আটক করে বলে আল জাজিরা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন অভিযানের সময় কাছাকাছি এলাকায় রাশিয়ান সাবমেরিন ছিল।
মার্কিন বাহিনী বলছে, 'নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে' তেলের ট্যাংকারটি আটক করা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, 'পৃথিবীর যেকোনো স্থানে ভেনেজুয়েলার তেল পরিবহন সম্পূর্ণ অবৈধ।'
মার্কিন কর্মকর্তাদের দাবি, 'ম্যারিনার' জাহাজটি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ভেনেজুয়েলা, রাশিয়া ও ইরানে তেল পরিবহন করে আসছিল।
রাশিয়ান সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, মার্কিন সেনারা হেলিকপ্টার থেকে 'ম্যারিনারা'য় নামেন।
এর আগে, জাহাজটিকে পাহারা দিতে একটি সাবমেরিনসহ নৌযান মোতায়েন করে রাশিয়া।
বিবিসির তথ্য অনুযায়ী, আগে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বহন করলেও জাহাজটি খালি ছিল।
গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ করা তেলবাহী ট্যাংকারগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন।
