কালুরঘাট সেতুতে ট্রাক আটকে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে একটি কাগজ বোঝাই ট্রাক রেলিংয়ে আটকে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা স্থানীয় সাংবাদিক পূঁজন সেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'পৌনে ১০টার দিকে সেতুর হাইট কেরিয়ারের কাগজবাহী একটি ট্রাক আটকে যায়। এতে বন্ধ হয়ে যায় সেতু পারাপার। দুপারে কয়েকশ যানবাহন আটকা পড়ে। এসময় সেতুর পূর্ব পারে দোহাজারী ছেড়ে আসা নগরগামী ডেমুট্রেন আটকা পড়ে। যাত্রীদের পায়ে হেঁটে সেতু পারাপার করতে দেখা গেছে।'

সাড়ে ১০ টার দিকে সেতুতে আটকে পড়া ট্রাকের কাগজের একটি বান্ডিল সেতুতে নামিয়ে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।  

এরপর যান চলাচল স্বাভাবিক হয়েছে।'

জানতে চাইলে চান্দগাঁও থানার ওসি বলেন, 'কালুরঘাট সেতুতে ট্রাক আটকে যান চলাচল বন্ধ ছিল। ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।'