গুলশানে ১২ তলা ভবনে আগুন

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর গুলশান ২ এ একটি ১২ তলা ভবনের সপ্তম তলায় আগুন লেগেছে।

আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ভবন থেকে এ পর্যন্ত ৩ জন পুরুষ ও ১ জন নারীকে উদ্ধার করেছে।