কারওয়ান বাজারে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ রোববার রাত ৯টা ২১ ‍মিনিটের দিকে টিসিবি ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও স্টেশন থেকে ২টি ইউনিট গিয়ে রাত ৯টা ৩৭ মিনিটের দিকে আগুন নির্বাপণ করে।'

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।