বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

By নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

ঢাকা-মংলা মহাসড়কে ট্রাকের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ৩ জনই স্থানীয় মাছের ঘেরের কর্মচারী।

নিহতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার শংকরনগর গ্রামের বাসার হাওলাদারের ছেলে এনামুল (২৬), একই উপজেলার বেলাই গ্রামের মোতাচ্ছের হাওলাদারের ছেলে আরিফ (২৭) ও ফকিরহাট উপজেলার লাখপুর এলাকার শুকুর শেখের ছেলে সাইদুল রহমান (২৫)। 

বাগেরহাটের রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রামপালের ফয়লা বাজার থেকে মোটরসাইকেলে করে বেলাই এলাকায় যাওয়ার পথে তেতুলিয়া ব্রিজ এলাকায় একটি ট্রাক তাদের চাপা দেয়। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।