ময়মনসিংহে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ১৫

By নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ 

ময়মনসিংহে বাস ও একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

হতাহতরা সবাই বাসের যাত্রী বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শিকারীকান্দা এলাকায় ঢাকা থেকে শেরপুরগামী একটি বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ গাড়ি দুটি জব্দ করলেও, চালকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানান ওসি।