৩০০ ফিট সড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গ্রুপের কর্মকর্তা নিহত

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর ৩০০ ফিট সড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) কফিল উদ্দিন (৪৭) নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন প্রাণ গ্রুপের মানবসম্পদ কর্মকর্তা মেহেদী রিপন।

তিনি জানান, কফিল উদ্দিন প্রাণ গ্রুপের জিএম (অপারেশন) ছিলেন। আজ সকালে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে মধ্য বাড্ডার অফিসে যাওয়ার সময় ৩০০ ফিট সড়কে বসুন্ধরা আবাসিক এলাকার পেছনের গেটে রাস্তা পাড়াপাড়ের সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কফিল উদ্দিন গাজীপুর জেলার কালিগঞ্জ থানার কলাপাড়া গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে। বসুন্ধরা আবাসিক এলাকায় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।