টাঙ্গাইলে রেল লাইনের পাশে পড়ে ছিল অজ্ঞাত যুবকের লাশ

By নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

ঢাকা-টাঙ্গাইল রেলরুটের কালিয়াকৈর কলেজ রোড সংলগ্ন রেলগেট এলাকায় রেল লাইনের পাশে এক যুবকের মরদেহ পাওয়া গেছে।

স্থানীয়দের ধারণা, ভোর থেকে এই রুটে চলাচলকারী কোনো একটি ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার পরনে প্যান্ট, গেঞ্জি। গায়ের রঙ ফর্সা।

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর রেলজংশনে দায়িত্বরত রেলপুলিশের উপপরিদর্শক সেতাবুর রহমান বেলা ১১টার দিকে বলেন, 'আমি ঘটনাস্থলে যাচ্ছি। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করব। লাশ শনাক্ত করার চেষ্টা করব।