ভিক্ষুক পুনর্বাসনের তহবিলসহ ৩৩ লাখ টাকা নিয়ে পালিয়েছেন সমাজসেবা কর্মকর্তা

By নিজস্ব সংবাদদাতা, নেত্রকোণা

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের তহবিল এবং বিভিন্ন কর্মসূচির ৩৩ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

এছাড়া, নানা অজুহাতে কয়েক লাখ টাকা ঋণ নিয়ে আর ফেরত দেননি বলেও দাবি করেছেন তার সহকর্মীরা।

আজ বৃহস্পতিবার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহ আলম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মোজাম্মেল গত ২৭ জুলাই সর্বশেষ অফিস করেছেন। এরপর তিনি আর কর্মস্থলে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

সূত্র জানিয়েছে, এক কর্মচারীর স্বাক্ষর জাল করে অফিসের ব্যাংক হিসাব থেকে মোজাম্মেল প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চার লাখ ৭৫ হাজার, মাতৃকেন্দ্রের ঋণ কর্মসূচির পাঁচ লাখ ১৩ হাজার, ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের এক লাখ ৪০ হাজার ও ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ২২ লাখ ৪৭ হাজার তুলে নেন।

এ ঘটনায় নেত্রকোণা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদকে আহ্বায়ক ও দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাসুল তালুকদারকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

গত ১৪ আগস্ট কমিটি জেলা কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

শাহ আলম বলেন, 'তদন্তে প্রমাণিত হয়েছে মোজাম্মেল হক ৩৩ লাখ টাকার বেশি অবৈধভাবে উত্তোলন করেছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।'

প্রসঙ্গত, মোজাম্মেল হক গত বছরের মে মাসে মোহনগঞ্জে যোগ দেন। এর আগে ২০২২ সালের আগস্ট থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার দায়িত্ব পালন করেন।