আদাবরে কনস্টেবলকে ছুরিকাঘাত: জড়িত সন্দেহে ‘কব্জি কাটা’ গ্রুপের গ্রেপ্তার ৯

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর আদাবরে পুলিশ কনস্টেবল আল-আমিনকে ছুরিকাঘাতে জড়িত সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

আজ বুধবার ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা 'কব্জি কাটা' গ্রুপের সদস্য। এর মধ্যে দুই ভাই মো. জনি (২৪) ও মো. রনিকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।

আরও গ্রেপ্তার হয়েছেন—মো. ওসমান (২০), মো. নাজির (২০), মো. রাজু (২৭), মো. শাকিল (১৯), মো. আবুল কামাল আজাদ (১৯), মো. রেজু খান আলম ও মো. আল-আমিন (১৮)।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া দ্য ডেইলি স্টারকে জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন আসে, শ্যামলী হাউসিং এলাকায় একজন যুবককে আটকে রাখা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশের চার সদস্যের একটি দল ঘটনাস্থলে গেলে অজ্ঞাত সন্ত্রাসীরা কনস্টেবল আল-আমিনকে ছুরিকাঘাত এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।

সে রাতেই আদাবর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ১০২ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে মঙ্গলবার ১৫ জনকে ভ্রাম্যমান আদালত ১০-১৫ দিনের কারাদণ্ড দেন। বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।