ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে শামীম আশরাফ কারাগারে

By নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মন্তব্যে ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের সংস্কৃতিকর্মী শামীম আশরাফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর গুলকিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হলে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার সহসাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আরাফাত বাদী হয়ে কোতোয়ালী থানায় সাইবার নিরাপত্তা আইনে আজ শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গতকাল নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে শামীম আশরাফ এক মন্তব্যকারীর জবাবে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পোস্টটি ছড়িয়ে পড়লে অনেকে তার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন।