নেত্রকোণায় ধর্ম অবমাননার অভিযোগে যুবক কারাগারে
সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে নেত্রকোণায় সারোয়ার হোসেন চৌধুরী ফাহাদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সারোয়ার মদন উপজেলার মাঘান গ্রামের মনোয়ার হোসেন চৌধুরীর ছেলে। গতকাল রাতে তার বাড়ি থেকে সারোয়ার গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণা আদালতের পুলিশ পরিদর্শক মো. মফিজ উদ্দিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
এজাহার সূত্র অনুসারে, সারোয়ার 'বঙ্গ টাইমস' নামে ফেসবুক আইডি খুলে সম্প্রতি হিন্দু ধর্মের অবমাননা করেন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।
সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। মদন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল রাহিদ বাদী হয়ে আজ সারোয়ারের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর অধীনে ধর্ম অবমাননার অভিযোগে মামলা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, 'ধর্ম অবমাননার অভিযোগে ফাহাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিকেলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।'