‘ওজনে মিষ্টি কম দেওয়ায়’ টর্চ জ্বালিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশত

By নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে এই সংঘর্ষ হয়। 
সূত্র জানিয়েছে, ওজনে মিষ্টি কম দেওয়ার অভিযোগে দুই গ্রামের বাসিন্দা সংঘর্ষে জড়িয়ে পড়ে। লোডশেডিংয়ের মধ্যেই টর্চ লাইট জ্বালিয়ে ঘণ্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা হাতে সংঘর্ষ। এতে উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন।

গ্রামবাসী জানান, ইমামবাড়ি বাজারের 'ভাই ভাই হোটেল' থেকে গত ১০ অক্টোবর মিষ্টি কিনেছিলেন কালিয়ারভাঙ্গা গ্রামের বাসিন্দা সাদমান আহমেদ ইমন। পরবর্তীতে তিনি দেখেন, মিষ্টির প্যাকেটে অতিরিক্ত ওজন। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।

ওই দোকানের মালিক বানিয়াচং উপজেলার সন্দলপুর গ্রামের বাসিন্দা আমির উদ্দিন। পোস্ট নিয়ে ইমন ও আমিরের পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি মীমাংসার জন্য শনিবার সন্ধ্যায় সালিশ বৈঠকের আয়োজন করা হয়। তবে এর আগেই সন্দলপুর ও কালিয়ারভাঙ্গা গ্রামের বাসিন্দারা জড়ো হন। এক পর্যায়ে বাগবিতণ্ডা শুরু হলে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন, জানান গ্রামবাসী।

habiganj_clash1_18oct25.jpg
ছবি: সংগৃহীত

হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতরা নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, 'সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'