পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলির সন্ধান দিলে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার

By স্টার অনলাইন রিপোর্ট

পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধারে তথ্য দিয়ে সহায়তা করলে পুরস্কার দেবে সরকার।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে কোন ধরনের অস্ত্রের তথ্য দিতে পারলে কত টাকা পুর পুরস্কার দেওয়া হবে তা জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, এলএমজি পাঁচ লাখ টাকা, এসএমজি দেড় লাখ টাকা, চায়না রাইফেল এক লাখ টাকা এবং পিস্তল ও শটগান ৫০ হাজার টাকা। এছাড়া, প্রতি রাউন্ড গুলির জন্য পুরস্কার ৫০০ টাকা।

সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে অস্ত্র-গুলির তথ্য নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হয়েছে।