ঢাকা-১৭ আসন থেকে সরে গেলেন জাপার সালমা ইসলাম

By স্টার অনলাইন রিপোর্ট

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সালমা ইসলাম ঢাকা-১৭ আসন থেকে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

আজ রোববার যমুনা গ্রুপের ডিজিএম (প্রশাসন) মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলামের কাছে তার মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি জমা দেন।

তিনি বলেন, সালমা ইসলাম ঢাকা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরও আজ ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর এই আসনে উপনির্বাচনে নির্বাচিত হন তিনি।