চেকপোস্টে ভোগান্তি

By স্টার অনলাইন রিপোর্ট

শনিবার বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশকে সামনে রেখে ঢাকার বিভিন্ন প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে, তল্লাশিও জোরদার করেছে পুলিশ।

পুলিশ বলছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তল্লাশিতে গুরুত্ব বাড়ানো হয়েছে।

রাজধানীর গাবতলী, টঙ্গী, নারায়ণগঞ্জ ও সায়েদাবাদ চেকপয়েন্টে যাত্রীদের পরিচয়পত্র যাচাই ও লাগেজ তল্লাশি করেছে পুলিশ। বিশেষ করে বাসের যাত্রী ও মোটরসাইকেল আরোহীদের তল্লাশি করা হয়েছে। একাধিকবার তল্লাশির মুখে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

দ্য ডেইলি স্টারের ফটো সাংবাদিক এমরান হোসেন ও পলাশ খানের তোলা কয়েকটি ছবিতে আজকের ঢাকার চিত্র।

untitled_design_25.jpg

untitled_design_24.jpg

untitled_design_23_0.jpg

untitled_design_20_0.jpg

untitled_design_19_0.jpg

untitled_design_22_0.jpg

untitled_design_18_0.jpg