ট্রেনে পদ্মা পাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

By স্টার অনলাইন রিপোর্ট

উদ্বোধনের পর পদ্মা সেতু রেল সংযোগ দিয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও পরিবারের আরও কয়েকজন সদস্য দুপুর ১২টা ৫৩ মিনিটে মাওয়া স্টেশনের বুথ থেকে টিকিট কাটেন।

মাওয়া স্টেশন থেকে ভাঙ্গা পর্যন্ত বিশেষ ট্রেনে ঢোকার আগে প্রধানমন্ত্রী সবুজ পতাকা নাড়ান ও বাঁশি বাজান।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও মন্ত্রিসভার সদস্যরাও তার সঙ্গে আছেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রেনটি ১২টা ৫৯ মিনিটে মাওয়া স্টেশন ত্যাগ করে।