নতুন সরকার গঠনে রাষ্ট্রপতির সম্মতি

By স্টার অনলাইন রিপোর্ট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া চলছে। নিয়ম অনুযায়ী নতুন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়।

আজ বুধবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সরকার গঠনের অনুমোদন দিয়েছেন বলে সরকারের উচ্চপর্যায়ের সূত্র ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

কিছুক্ষণের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে।