খুলে দেওয়া হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশের এক্সিট র‌্যাম্প

By স্টার অনলাইন রিপোর্ট

কারওয়ান বাজার সংলগ্ন এফডিসি গেটে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক্সিট র‌্যাম্প খুলে দেওয়া হয়েছে।

আজ বুধবার কারওয়ান বাজারে এই র‌্যাম্পের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগরবাসীর জন্য এটি ঈদ উপহার।

এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার অংশটি গত বছরের ৩ সেপ্টেম্বর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

কর্তৃপক্ষ বলছে, এক্সপ্রেসওয়ের নতুন অংশ আজ বিকেলে সাধারণ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।