দ্য ডেইলি স্টারে কনসাল্টিং এডিটর হিসেবে যোগ দিলেন কামাল আহমেদ

By স্টার অনলাইন রিপোর্ট

দ্য ডেইলি স্টারে কনসাল্টিং এডিটর হিসেবে যোগ দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ।

গতকাল মঙ্গলবার তিনি এই পত্রিকায় যোগ দেন।

এ বিষয়ে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, 'কামাল আহমেদের যোগদান স্বাধীন, বিশ্বাসযোগ্য ও পেশাদার সাংবাদিকতা প্রতিষ্ঠায় এই পত্রিকার মিশনকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'

তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি বিবিসি, প্রথম আলো, দ্য ফাইন্যানশিয়াল এক্সপ্রেস ও হিমাল সাউথ এশিয়ানসহ আরও অনেক সংবাদমাধ্যমে কাজ করেছেন।

কামাল আহমেদ সাংবাদিকতা জীবন শুরু করেছিলেন দৈনিক দেশ থেকে এবং পরবর্তীতে দ্য ডেইলি স্টার ও দ্য টেলিগ্রাফেও কাজ করেছেন।

তিনি অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত 'গণমাধ্যম সংস্কার কমিশন'-এর প্রধান ছিলেন।

ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ইতিহাস বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করে তিনি সাংবাদিকতায় প্রবেশ করেন।