জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

By নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েকটি গ্রামের বাসিন্দারা।

আজ বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে পুলিশের অনুরোধে তারা মহাসড়ক ছেড়ে যান।

সোভাপুর এলাকার বাসিন্দা সালাউদ্দিন মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের গ্রামসহ পার্শ্ববর্তী চৌরাপাড়া, রামচন্দ্রপুর, ঋষিপাড়া ও ভড়ারি এলাকায় তীব্র জলাবদ্ধতা তৈরি হয়েছে। আগে এলাকার বৃষ্টির পানি একটি সরকারি জায়গা দিয়ে কর্নপাড়া খালে চলে যেত।'

1000107971.jpg
ছবি: সংগৃহীত

তার অভিযোগ, কয়েক মাস আগে সেই সরকারি জায়গায় স্থানীয় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য কুতুব উদ্দিনের স্বজনেরা মাটি ভরাট করে কৃত্রিম জলাবদ্ধতা তৈরি করছেন। পাঁচ গ্রামের কয়েক হাজার বাসিন্দা মানবেতর জীবনযাপন করছেন।

তিনি বলেন, 'জলাবদ্ধতা নিরসনের কথা বলে কয়েক দফায় চাঁদা আদায় করেও তারা আমাদের সমস্যা সমাধান করেননি। বাধ্য হয়ে আমরা মহাসড়ক অবরোধ করেছিলাম। পুলিশের আশ্বাসে আজকের জন্য আমরা সরে এসেছি।'

বিষয়টি জানতে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কুতুব উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'জলাবদ্ধতায় অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করেছিলেন। সমস্যা সমাধান করা হবে, এমন আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে সরে যান। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।'

জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে দুপুর সোয়া ১২টার দিকে বলেন, 'আমি ঘটনাস্থলে এসেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলছি। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।'