মালিক সমিতির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব, বন্ধ আজিজ সুপার মার্কেটের অধিকাংশ দোকান
দোকান মালিক সমিতির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের উত্তেজনার জেরে বন্ধ রয়েছে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের অধিকাংশ দোকান।
আজ শুক্রবার জুমার নামাজের পর মার্কেটের সব কটি ফটকে তালা ঝুলতে দেখা যায়। পরবর্তীতে শাহবাগ থানার পুলিশ এসে তালা খুলে দিলেও স্বাভাবিক অবস্থা ফেরেনি।
দ্য ডেইলি স্টার অন্তত পাঁচটি দোকানের কর্মচারীদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছে। তাদের সবাই জানিয়েছে, দুপুর থেকে তাদের দোকান বন্ধ রয়েছে।
এক দোকান কর্মচারী বলেন, 'দুই গ্রুপের মধ্যে ঝামেলা চলছে বেশ কিছুদিন ধরে। গতকাল মার্কেট বন্ধ ছিল। আজকে দুপুরে আবারও ঝামেলা শুরু হয়। কমিটির নেতারা তখন মার্কেটের গেটে তালা লাগিয়ে দেন।'
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, 'একপক্ষ কমিটি মানছে না, এই নিয়ে দ্বন্দ্ব।'
তিনি জানান, দুপুর ৩টার দিকে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মার্কেটের গেটের তালা খুলে দেয়।
'বিরোধ মীমাংসা করতে দুইপক্ষ আগামীকাল মিটিং করবে বলে জানতে পেরেছি,' যোগ করেন তিনি।