পিকআপ ভ্যানে ফ্রিজের ভেতর লুকানো ছিল ১৬৫ কেজির কষ্টিপাথরের মূর্তি

By নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার সাভারে ১৬৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি জব্দসহ দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বিষয়টি আজ শুক্রবার দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবীর।

আটক দেলোয়ার হোসেন কুমিল্লার দাউদকান্দির মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ সুপার বলেন, 'গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি জব্দসহ দেলোয়ারকে আটক করা হয়। ফ্রিজের ভেতরে বিশেষ কৌশলে কালো রংয়ের মুর্তিটি লুকিয়ে একটি পিকআপ ভ্যানে পরিবহন করা হচ্ছিল।' 

তিনি বলেন, '১৬৫ কেজি ওজনের মূর্তিটি এক কোটি ২০ লাখ টাকায় দেলোয়ার কেনেন বলে জানিয়েছেন। বিভিন্ন হাত বদল হয়ে মূলত ভারতে পাচারের জন্য এটি তার কাছে আসে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।'