জোটে থাকলেও ভোট নিজ দলের প্রতীকে

By স্টার অনলাইন রিপোর্ট 

জাতীয় নির্বাচনে জোট করলেও নিজ দলীয় প্রতীকেই সব দলকে নির্বাচন করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। 

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

গত ২৭ নভেম্বর ববি হাজ্জাজের নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের মহাসচিব মোমিনুল ইসলাম রিটটি দায়ের করেছিলেন।

রিটে বলা হয়, সংশোধিত আরপিও রাজনৈতিক স্বাধীনতাকে সীমিত করছে। সেইসঙ্গে দীর্ঘদিনের নির্বাচনী প্রথা—বিশেষত জোটভিত্তিক চর্চাকে বাধাগ্রস্ত করছে।

তাই এই গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে তিনি রিটটি করেন।

রিটকারীর আইনজীবী আহসানুল করিম দ্য ডেইলি স্টারকে জানান, তার মক্কেল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবার আপিল করার পরিকল্পনা করছেন।

এর আগে ৩ নভেম্বর একটি অধ্যাদেশ জারি করে আরপিও সংশোধন করে সরকার। 

আগে জোটের মধ্যে ছোট দলগুলোসহ যেকোনো অংশীদার দলের প্রতীক ব্যবহার করতে পারত। 

এটি যৌথ নির্বাচনী কৌশল প্রণয়নে বিশেষত সাংগঠনিকভাবে দুর্বল ছোট দলগুলোর জন্য সহায়ক ছিল।

রিটটি দায়েরের পর ১ ডিসেম্বর হাইকোর্ট এ বিষয়ে একটি রুল জারি করেন।