গোলাপবাগ মাঠ ব্যবহারে ডিএসসিসির অনুমোদন পেল বিএনপি

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর গোলাপবাগ মাঠে শনিবার বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের অনুমোদন দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসি এ তথ্য জানিয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, গোলাপবাগ খেলার মাঠের কোনো ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলে, তার ক্ষতিপূরণ দেওয়ার শর্তে বিএনপিকে মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

রাত সাড়ে ১০টা ৩৭ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স মাঠটি ব্যবহারের অনুমতি চেয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি দেন।

চিঠির পরিপ্রেক্ষিতে ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান মাঠ ব্যবহারের অনুমোদন দেন।

ডিএসসিসির মুখপাত্র আবু নাসের দ্য ডেইলি স্টারকে রাত ১০টা ৪৫ মিনিটে জানান, তারা চিঠি পেয়েছেন এবং মাঠের ক্ষয়ক্ষতির হলে ক্ষতিপূরণ দেওয়ার শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, 'আমরা সকালে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেবো।'

শুক্রবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন জানান, 'রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার বিষয়ে পুলিশ আমাদের মৌখিক অনুমতি দিয়েছে।'

দুপুর ২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের নেতৃত্বে একটি দল মাঠ পরিদর্শনে যায়। 

পরে বিকেল সাড়ে ৩টার দিকে র‍্যাবের একটি দল মাঠে প্রবেশ করে পরিদর্শন করে।

শনিবারের সমাবেশের জন্য গতকাল রাতে বিএনপি কমলাপুর মাঠের কথা প্রস্তাব করলেও পুলিশ মিরপুর বাঙলা কলেজের মাঠ প্রস্তাব করেছিল।