আ. লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা, কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। ছবি: সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া, সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ।
আজ শুক্রবার বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, 'সামনে নির্বাচন, নির্বাচন পরিচালনার জন্য অনেকগুলো উপকমিটি করতে হচ্ছে। পরিচালনা কমিটির চেয়ারম্যান আমি ছি, সাধারণ সম্পাদক সদস্য সচিব, আর কো-চেয়ারম্যান হিসেবে কাজী জাফরউল্লাহ দায়িত্ব পালন করবেন।'