আওয়ামী লীগের নির্বাচনে ফেরার কোনো সুযোগ নেই: প্রেস সচিব

By নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

আওয়ামী লীগের নির্বাচনে ফেরার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

আজ শুক্রবার দুপুরে শরীয়তপুরের নড়িয়ায় এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, 'বাংলাদেশের জনগণ এখন নির্বাচনের অপেক্ষায় আছে। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে বা আইন নিজের হাতে তুলে নেয়, তবে সরকার কঠোর হাতে দমন করবে।'

তিনি আরও বলেন, 'যারা অনৈতিক দাবির মাধ্যমে নির্বাচন প্রতিহতের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।'

আওয়ামী লীগের নির্বাচনে ফেরা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, 'কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেরাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তাদের নির্বাচনে ফেরার কোনো সুযোগ নেই।' 

এ বিষয়ে তিনি আরও বলেন, 'একটি রাজনৈতিক দলের আন্দোলন হতে হয় শান্তিপূর্ণ, কিন্তু তারা রাইফেল-পিস্তল নিয়ে নেমেছিল মানুষ হত্যার জন্য। তাদের ধারণা ছিল, ১৫ বছর মানুষ চুপ ছিল, এবারও চুপ থাকবে। সেই ভুল ধারণার কারণে তারা নিজেরাই নিজেদের বাইরে ঠেলে দিয়েছে।'