ইউক্রেনে সংঘাত বৃদ্ধির জন্য পশ্চিমা বিশ্ব ‘পুরোপুরি’ দায়ী: পুতিন

By স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের মিত্ররা নতুন করে দেশটিতে অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দেওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে সংঘাত বৃদ্ধির জন্য পশ্চিমা বিশ্ব 'পুরোপুরি' দায়ী।

আজ মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে পুতিন এসব কথা বলেন।

তিনি বলেন, 'ইউক্রেন সংঘাতে ইন্ধন জোগানো, এর তীব্রতা বৃদ্ধি ও নিহতের সংখ্যার হিসাব... সম্পূর্ণভাবে পশ্চিমা অভিজাতদের ওপর নির্ভর করে।'

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন বলেন, ''যে রাশিয়ানরা 'বিশ্বাসঘাতকতার পথ' বেছে নিয়েছিলেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।'

তিনি আরও বলেন, 'যারা রাশিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতার পথে হাঁটছেন তাদের অবশ্যই আইনের আওতায় জবাবদিহি করতে হবে।'