সিনেমার বাইরে আঁচল

By স্টার অনলাইন রিপোর্ট

সিনেমার নায়িকা আঁচল প্রথমবারের মতো মডেল হয়েছেন একটি গানে। রোজিনা খানের কণ্ঠে ‘চন্দ্র তারা’ শিরোনামের গানটিতে দেখা যাচ্ছে তাকে।

এ মিজানের লেখা গানটিতে সুর-সংগীত করেছেন শওকত আলী ইমন। ‘চন্দ্র তারা’ গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন হাবিব রহমান।

শওকত আলী ইমনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি। মিউজিক ভিডিওটিতে আঁচলের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক সাঞ্জু জন।

আঁচল দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গানটি নিয়ে পরিচালকের পরিকল্পনা আমার কাছে ভালো লেগেছে। তাই কাজটি করতে রাজি হয়েছি। গানটি সবার পছন্দ হলে মিউজিক ভিডিওতে নিয়মিত হবো ভাবছি।”