প্রবর্তক মোড়ে বসেছে আইয়ুব বাচ্চুর গিটার

জাহিদ আকবর
জাহিদ আকবর

চট্টগ্রাম প্রবর্তক মোড়ে বসেছে আইয়ুব বাচ্চুর গিটার। আগামী কিছুদিনের মধ্যে এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
শিল্পীর গিটারের মতো করে একটি প্রতিকৃতি বসানোর কাজ শুরু হয়েছে। কাজটি করছে অডিও ইনক নামে একটি প্রতিষ্ঠান।
চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণ করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন। তারই উদ্যোগ হিসেবে প্রবর্তক এলাকায় এই কাজ চলছে।
উল্লেখ্য, আইয়ুব বাচ্চু ২০১৮ সালের ১৮ অক্টোবর মারা যান। তার স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে প্রবর্তক এলাকার বসানো হচ্ছে গিটার। আগামী প্রজন্ম আইয়ুব বাচ্চুকে মনে রাখবে। থাকবে তার গিটারের জাদু।