নির্বাচন দেখে মনে হচ্ছে পুলিশি ক্যাম্প: সোহেল রানা

জাহিদ আকবর
জাহিদ আকবর

শিল্পী সমিতির নির্বাচনে সকাল ১০টার দিকে ভোট দিতে এফডিসিতে এসেছিলেন স্বনামধন্য অভিনেতা-প্রযোজক সোহেল রানা। কিন্তু, নির্বাচনী পাশ না থাকায় গেট বাধা দেয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ। পরে প্রযোজক সমিতির অফিস সহকারী সোমেন্দ্র চন্দ্র দাশ গেটে গিয়ে সোহেল রানার পরিচয় নিশ্চিত করলেও তাকে ঢুকতে দেওয়া হয়নি।

সোহেল রানাকে বাধা প্রদান প্রসঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা জানান, প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশনা আছে, পাশ ছাড়া এফডিসিতে কেউ ঢুকতে পারবে না।

এ ঘটনা জানাজানি হলে এফডিসির ভিতর থেকে ছুটে আসেন অন্যান্য শিল্পীরা। সেখান থেকে সোহেল রানাকে উদ্ধার করে তারা তাকে এফডিসিতে নিয়ে আসেন।

প্রবেশ করেই সোহেল রানা ক্ষোভ প্রকাশ করেন। বলেন, “এটা শিল্পীদের কোনো নির্বাচন হচ্ছে? এটা হচ্ছে পুলিশের নির্বাচন। আমার চলচ্চিত্র জীবনে এমন বাজে নির্বাচন কখনো দেখিনি।”

“নির্বাচন দেখে মনে হচ্ছে পুলিশি ক্যাম্প,” যোগ করেন এই স্বনামধন্য অভিনেতা।

সোহেল রানা বলেন, “এফডিসিতে ঢুকতে আমার মতো সোহেল রানাকে কয়েক ধাপ বাধা পার করে আসতে হয়েছে।” তিনি উত্তেজিত হয়ে আরও বলেন, “শিল্পীদের নির্বাচনে এতো পুলিশ পাহারা কেনো থাকবে? কদিন আগে এফডিসির সব নির্বাচন হয়েছে উৎসবমুখর পরিবেশে। কিন্তু, এবার?”

সোহেল রানাকে এমন বাধা দেওয়ায় বিরক্তি প্রকাশ করেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি বলেন, “এটা মোটেও উচিত হয়নি। সোহেল রানা সাহেব সম্মানের পাত্র। তাকে যথাযথ সম্মান দেওয়া উচিত ছিলো।”

আরও পড়ুন:

এফডিসিতে ভোটগ্রহণ চলছে

নামে ভুল থাকায় আদালতের সমন ফিরিয়ে দিলেন ইলিয়াস কাঞ্চন

ভোটের আগের দিন মৌসুমীর ইশতেহার ঘোষণা

‘মৌসুমীকে জয়ী করলে প্যানেলের সবাই পদত্যাগ করবো’