‘ঈদ ঈদ লাগছে’, বললেন মৌসুমি

জাহিদ আকবর
জাহিদ আকবর

আজ (২৫ অক্টোবর) শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষ্যে সকাল থেকেই ভোট কেন্দ্রে উপস্থিত রয়েছেন চিত্রনায়িকা মৌসুমি। গোটা এফডিসি ছুটে বেড়াচ্ছেন তিনি। ভোটার এলেই ছুটে গিয়ে বুকে জড়িয়ে নিচ্ছেন। তাদের কাছে ভোট চাইছেন।

এবারই প্রথম শিল্পী সমিতির ইতিহাসে নারী সভাপতি হিসেবে নির্বাচন করছেন মৌসুমি। ভোট কেন্দ্রে তার কাছে নির্বাচনী পরিবেশ নিয়ে জানতে চাইলে উচ্ছ্বাসিত হয়ে বলেন, “পরিবেশ খুব ভালো লাগছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন।”

মৌসুমি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ভোটের দিনে মনে হচ্ছে আজ ঈদ। ৩০ দিন রোজা রাখার পর ঈদ পালন করছি। এই আনন্দ আরও বাড়বে যদি বিজয় আমার পক্ষে আসে।”

নির্বাচন ঘিরে এফডিসিকে নিরাপত্তার চাদরে ঢেকেছে শতাধিক পুলিশ ও র‍্যাব। নিরাপত্তার বিষয়ে মৌসুমি বলেন, “নিয়মতান্ত্রিকভাবে নিরাপত্তা বিরাজ করছে। যার ফলে এখনও পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় আছে। শেষ পর্যন্ত যেনো এমন অবস্থা থাকে।”

আরও পড়ুন:

নির্বাচন দেখে মনে হচ্ছে পুলিশি ক্যাম্প: সোহেল রানা

এফডিসিতে ভোটগ্রহণ চলছে

নামে ভুল থাকায় আদালতের সমন ফিরিয়ে দিলেন ইলিয়াস কাঞ্চন

ভোটের আগের দিন মৌসুমীর ইশতেহার ঘোষণা

‘মৌসুমীকে জয়ী করলে প্যানেলের সবাই পদত্যাগ করবো’