সংগীত পরিচালকদের সংগঠনের আত্মপ্রকাশ

By স্টার অনলাইন রিপোর্ট

দেশের সংগীত পরিচালকদের নিয়ে গঠিত হয়েছে মিউজিক কম্পোজার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।

এই সংগঠনের সঙ্গে জড়িত সংগীত পরিচালক ফরিদ আহমেদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘অনেক আগেই এমন একটি সংগঠনের উদ্যোগ নিয়েছিলেন সদ্য প্রয়াত আজাদ রহমান। আমিও তার সঙ্গে যুক্ত ছিলাম। আমরা একটা কমিটিও করেছিলাম আজাদ ভাইকে সভাপতি করে। আমি সাধারণ সম্পাদক হিসেবে ছিলাম।’

‘কিন্তু, সেটি প্রকাশ করার আগেই আজাদ ভাই চলে গেলেন। সেই অসম্পূর্ণ উদ্যোগটিকেই বাস্তবে রূপ দেওয়া হলো এবার,’ যোগ করেন তিনি।

ফরিদ আহমেদ জানান, গত ৪ আগস্ট সন্ধ্যায় এক সভায় ঘোষণা করা হয় ‘মিউজিক কম্পোজার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’র নাম।

সভায় শেখ সাদী খানকে প্রধান আহ্বায়ক করে ১১ সদস্যের কমিটি চূড়ান্ত করা হয়। এতে রয়েছেন নকীব খান, আনিসুর রহমান তনু, ফরিদ আহমেদ, ফোয়াদ নাসের বাবু, রিপন খান, শওকত আলী ইমন, পার্থ বড়ুয়া, এস আই টুটুল, পার্থ মজুমদার ও বাপ্পা মজুমদার।