আইয়ুব বাচ্চুই প্রথম বাংলাদেশি শিল্পী যার গান সংরক্ষণ করছে সরকার

জাহিদ আকবর
জাহিদ আকবর

আগামীকাল আইয়ুব বাচ্চুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের ১৮ অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আগের দিন জানা গেল আইয়ূব বাচ্চুর গান সরকারি ব্যবস্থাপনায় সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো শিল্পীর যার গান সংরক্ষণ করা হচ্ছে সরকারি উদ্যোগে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কপিরাইট রেজিস্টার জাফর রাজা চৌধুরী।

তিনি বলেন, ‘বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে আইয়ুব বাচ্চু স্মরণে এই প্রথম একটি ওয়েবসাইট খোলা হয়েছে। সেখানে প্রাথমিকভাবে ২৭২টি গান সংরক্ষিত আছে। পাশাপাশি আইয়ুব বাচ্চুর নামে ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। আইয়ুব বাচ্চুর প্রতি সম্মান জানিয়ে এই প্রথম কপিরাইট অফিসের উদ্যোগে আমরা তার নানা স্মৃতি, গান রক্ষার উদ্যোগ নিয়েছি। থাকছে তার নামে ওয়েবসাইট ও একটি ইউটিউব চ্যানেল। এই ওয়েবসাইটে ঢুকে আইয়ুব বাচ্চু সম্পর্কে জানতে পারবেন অনেক তথ্য।’