কেমন হবে ওয়ানডে সিরিজের উইকেট?

By ক্রীড়া প্রতিবেদক

প্রতিপক্ষ শ্রীলঙ্কাও উপমহাদেশেরই দল। কন্ডিশন দিয়ে এবার সফরকারীদের কাবু করার সহজ পথে যাওয়া মুশকিল। উইকেটের ধরণ নিয়ে তাই কৌতূহল আছে সবারই। অধিনায়ক তামিম ইকবাল আগের দিন জানিয়েছিলেন, কিউরেটরকে তাদের চাহিদা বলে দেওয়া হয়েছে। কোচ রাসেল ডমিঙ্গো এবার জানালেন, ব্যাটিং বান্ধব উইকেটই প্রত্যাশা তাদের। আর সফরকারী শ্রীলঙ্কা মনে করছে, নিজেদের শক্তি কথা ভেবে উইকেটে স্পিনারদেরই সহায়তা রাখবে স্বাগতিকরা।  

দুদিন ধরে উইকেট নিয়ে বেশ কৌতূহলী দেখাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। ম্যাচের আগের দিন একে একে উইকেট দেখে আসেন বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা।

এসময় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে কথা বলতে দেখা যায় তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের।

শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম বলেন, উইকেট নিয়ে চাহিদার কথা জানিয়ে দিয়েছেন তারা, ‘আমরা আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে কেমন উইকেট চাই তার পরিষ্কার বার্তা দিয়েছি। আশাকরি আমরা যেমন চাই তেমন উইকেটই পাব। এর চেয়ে বেশি কিছু এখানে বলা জরুরি মনে করছি না। কারণ শ্রীলঙ্কাও এসব ব্যাপারে নজর রাখবে। কিন্তু এটা ঠিক যে খুব বেশি পরিবর্তনীয় কিছু হবে না।’

ম্যাচের আগের দিন শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোচ অবশ্য জানালেন ব্যাটিং বান্ধব উইকেটই তাদের চাহিদা,   ‘আমার মনে হয় ওয়ানডে উইকেট সাধারণত ভাল হয় যেটা ব্যাটসম্যানদের পক্ষে যায়। আমি ভাল উইকেটই আশা করছি। সম্প্রতি খুব গরম পড়েছে। এটা উইকেটে প্রভাব পড়বে।’

প্রতিপক্ষ শ্রীলঙ্কার মাথায়ও আছে মিরপুরের বাইশগজ। লঙ্কান অধিনায়ক কুসল পেরেরার মতে উইকেটে রাজত্ব করবেন স্পিনাররা, ‘বাংলাদেশের শক্তির জায়গা স্পিন। আমার মনে হয় তারা তাদের শক্তির জায়গা থেকেই স্পিনারদের জন্য সহায়তা রাখবে উইকেটে।’