কৃষি শিল্পায়ন ও উদ্যোক্তা তৈরিতে ১০ বছর কর অব্যাহতি

By স্টার অনলাইন রিপোর্ট

শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত কৃষিপণ্যে মূল্য সংযোজনে উদ্যোক্তাকে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি দেওয়া হয়েছে।

এর মধ্যে আছে ফল প্রক্রিয়াজাতকরণ, শাক-সবজি প্রক্রিয়াজাতকরণ, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ও শিশু খাদ্য উৎপাদন।

এ ছাড়াও ১০ বছর মেয়াদে কর অব্যাহতি পাবেন কৃষি যন্ত্রপাতি উৎপাদনকারী উদ্যোক্তাও।

একাদশ জাতীয় সংসদে চলমান ত্রয়োদশ অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় অধিবেশন শুরুর পর তিনি বাজেট উপস্থাপন শুরু করেন।

আগামী অর্থবছরের জন্য তিনি ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করছেন। এটি তার তৃতীয় বাজেট ঘোষণা।

অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে ঘাটতি জিডিপির ৬ দশমিক ২ শতাংশ ধরা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি ধরা হয়েছে।