সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব

By স্টার অনলাইন রিপোর্ট

আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

আজ বৃহস্পতিবার সংসদে বাজেট উত্থাপনের সময় তিনি এ প্রস্তাব করেন।

তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে এবং রাজস্ব আদায় বাড়াতে তিনি বেশ কয়েকটি সুপারিশ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘সর্বনিম্ন ধাপে প্রতি ১০ শলাকা সিগারেটের দাম ৩৯ টাকা এবং এর সঙ্গে ৫৭ শতাংশ সম্পূরক শুল্ক যোগ করার প্রস্তাব করছি। মাঝারি ধাপের ১০ শলাকা সিগারেটের দাম ৬৩ টাকা এবং উচ্চ ধাপের ১০ শলাকা সিগারেটের দাম ১০২ টাকার প্রস্তাব করছি।’

এ ছাড়া, প্রিমিয়াম স্ল্যাবের ১০ শলাকা সিগারেটের দাম ১৩৫ টাকা এবং এই তিন ধাপের ক্ষেত্রে সম্পূরক শুল্ক হিসেবে ৬৫ শতাংশ যোগ করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী।

ফিল্টার ছাড়া হাতে বানানো বিড়ির ২৫ শলাকার বর্তমান দাম ১৮ টাকা চালু রাখার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। ১২ শলাকা ৯ টাকায় ও ৮ শলাকা ৬ টাকা দামের সঙ্গে প্রতি ক্ষেত্রেই ৩০ শতাংশ সম্পূরক শুল্ক বিদ্যমান আছে।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি ফিল্টারযুক্ত ২০ শলাকা বিড়ির বিদ্যমান দাম ১৯ টাকা অব্যাহত রাখার প্রস্তাব করছি। আর ১০ শলাকা বিড়ির দাম ১০ টাকা, যেখানে উভয় ক্ষেত্রেই ৪০ শতাংশ সম্পূরক শুল্ক অপরিবর্তিত থাকবে।’

আরও পড়ুন:

করোনা মহামারি: আবারও ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ

প্রতিমাসে ২৫ লাখ মানুষ টিকা পাবে

নতুন হাসপাতালে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি

আইটি সেবা প্রদানকারীদের কর হ্রাসের প্রস্তাব

এশিয়ায় সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি বাংলাদেশে

কৃষি শিল্পায়ন ও উদ্যোক্তা তৈরিতে ১০ বছর কর অব্যাহতি

দাম বাড়তে পারে, কমতে পারে