বাজেটে করপোরেট কর ২.৫ শতাংশ হারে কমানোর প্রস্তাব

By স্টার অনলাইন রিপোর্ট

২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেটে ব্যাংক, তামাকজাত পণ্য ও মোবাইল অপারেটর ছাড়া তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত প্রতিষ্ঠানের করপোরেট কর আড়াই শতাংশ হারে কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করার সময় তিনি এ প্রস্তাব রাখেন।

পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠানের করপোরেট কর ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। আর তালিকাভুক্ত না হলে ৭ দশমিক ৫ শতাংশ কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

এছাড়া, এক ব্যক্তি মালিকানাধীন কোম্পানির (ওপিসি) করপোরেট কর সাড়ে সাত শতাংশ পয়েন্ট কমিয়ে ২৫ শতাংশে আনার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন:

৩ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয় করমুক্ত

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বেড়ে ২০ হাজার টাকা

করোনা মহামারি: আবারও ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ

প্রতিমাসে ২৫ লাখ মানুষ টিকা পাবে

নতুন হাসপাতালে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি

আইটি সেবা প্রদানকারীদের কর হ্রাসের প্রস্তাব

এশিয়ায় সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি বাংলাদেশে

কৃষি শিল্পায়ন ও উদ্যোক্তা তৈরিতে ১০ বছর কর অব্যাহতি

দাম বাড়তে পারে, কমতে পারে

সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব