মগবাজারে বিস্ফোরণে ৭ জন নিহত

By স্টার অনলাইন রিপোর্ট

ঢাকার মগবাজারে বিস্ফোরণে অন্তত সাত জন নিহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা এখন পর্যন্ত কোনো নাশকতার প্রমাণ পাইনি। জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে।’

আজ রোববার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে মগবাজারের অয়্যারলেস এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

রমনা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফয়সালুর রহমানও দ্য ডেইলি স্টারকে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণের কথা প্রাথমিকভাবে ধারণা করা হলেও তাৎক্ষণিভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

moghbazar 3.jpg
ছবি: আনিসুর রহমান

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। অগ্নিদগ্ধ অবস্থায় সাত জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

moghbazar 2.jpg
ছবি: আনিসুর রহমান

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন দ্য ডেইলি স্টারকে বলেন, তিন তলা ভবনে বিস্ফোরণটি ঘটে। ভবনটির একাংশ ধসে গেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।

বিস্ফোরণস্থলের পাশের কয়েকটি ভবন ও রাস্তায় তিনটি বাস ও ক্ষতিগ্রস্ত হয়েছে।