মগবাজার বিস্ফোরণ: অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে হতাহত হওয়ার ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। আজ মঙ্গলবার রমনা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে এই মামলা হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান। তিনি জানান, দণ্ডবিধির ৩০৪-ক ধারায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

মগবাজার বিস্ফোরণের ঘটনা তদন্তে পুলিশের গঠিত কমিটি আজ সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গত রোববার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে মগবাজারের ওয়্যারলেস এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে সাত জন নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন:

মগবাজারে বিস্ফোরণের ঘটনা তদন্তে পুলিশের ৭ সদস্যের কমিটি

মগবাজার বিস্ফোরণ তদন্তে আরেকটি কমিটি করবে পুলিশ: আইজিপি

আমরা ভবনটিতে গ্যাসের উপস্থিতি পেয়েছি: ফায়ার সার্ভিস ডিজি

মগবাজারে বিস্ফোরণে ৭ জন নিহত

মগবাজারের ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে: ফায়ার সার্ভিস