ঝলক দেখালেন ববি!

By স্টার অনলাইন রিপোর্ট

‘বিজলি’-র ঝলক নিয়ে পোস্টারে হাজির হয়েছেন অভিনেত্রী ববি। পোস্টার জুড়ে শুধু ববিকেই দেখা যাচ্ছে। ছবিটির একটি টিজার আজ (১৫ মার্চ) প্রকাশিত হবে।

দেশি সুপার-হিরোইনের গল্পে নির্মিত ছবি ‘বিজলি’, যার নাম ভূমিকায় দেখা যাবে ববিকে। তাঁর বিপরীতে রয়েছেন কলকাতার রণবীর।

ইতোমধ্যে ছবিটির দুটি গান ইউটিউবে মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘পার্টি পার্টি’ গানটি দুই মাসে ইউটিউবে দেখা হয়েছে অর্ধ কোটি বার।

ববি প্রযোজিত প্রথম সিনেমা ‘বিজলি’ পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। ছবিতে আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, জাহিদ হাসান, আহমেদ রুবেল, দিলারা জামান এবং কলকাতার শতাব্দী রায়সহ আরও অনেকে।

ববি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই ‘বিজলি’ ছবির গান প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। আশা করছি, ভালো একটা কিছু হবে। ছবির পোস্টার প্রকাশিত হওয়ার পর অনেকের প্রশংসা পেয়েছি।”

তাঁর ‘বিজলি’ চলচ্চিত্রটি দর্শকদের নতুন কিছু উপহার দিবে বলে ববির বিশ্বাস।