দেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের দৃশ্য সরাসরি দেখাবে বিটিভি

By স্টার অনলাইন রিপোর্ট

দেশের প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু ১’ উৎক্ষেপণের দৃশ্য সরাসরি দেখাবে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

বিটিভির মহাপরিচালক এসএম হারুন-অর রশীদ বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, “যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আইপিটিভির মাধ্যমে লাইভ স্ট্রিমিং প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের প্রথম ও একমাত্র স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু ১’ উৎক্ষেপণের দৃশ্য সরাসরি দেখাবে বাংলাদেশ টেলিভিশন।”

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)-এর সহযোগিতায় উৎক্ষেপণের অনুষ্ঠানটি প্রচার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

দেশের জাতীয় জীবনে এই ঐতিহাসিক ঘটনাটি বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেও সরাসরি দেখা যাবে।

 

আরও পড়ুন:

বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ পর্যবেক্ষণে দর্শকদের আমন্ত্রণ জানাল কেনেডি স্পেস সেন্টার